Walton LED tv Registration process
Walton led tv and smart tv এর রেজিট্রেশন প্রসেস টি এখানে দেখানো হল। Registration না করলে আপনার টিভিতে প্রতি ৫ মিনিট পর পর পপ আপ মেনু আসে যা খুব বিরক্তিকর।
মুলত walton এই কাজ টি করে থাকে তাদের warrenty পিয়ড জানার জন্য। যদি কোন ডিলার তাদের পরিচিত কারও কাছে টিভি বিক্রি করে তারা warrenty card এ তারিখ ঠিক মত দেয় না। ফলে দেখা যায় warrenty প্রিয়ড শেষ হওয়ার পর ও তারা warrenty পেয়ে যায়। এটা কোম্পানির অনেক লস হয় । ঠিক এই কারনে প্রত্যেক টিভিতে রেজিস্টেশন সিস্টেম চালু করেছে ওয়াল্টন ।