জমির দলিল বের করার নিয়ম, এ আই ন নম্বর দিয়ে কিভাবে জমির দলিল খুজবেন

Published: 01 January 1970
on channel: THE SOLUTION
5,207
62

#THE_SOLUTION
#BL&RO
#landrevenue
#impo_rtanttutorial
#getcertifieddeedcopy
#edistrict2.0
#certifiedcopybangaloreonline
#দলিলনাম্বারদিয়েদলিলবেরকরা
#certifieddeeddownload
#howtodownloaddeedonline
#certifiedcopyofregistrationdeed
#onlinedeedsearchwestbengal
#certifiedcopyofregistereddocuments
#certifiedcopyofdeedwestbengal


আপনার যদি জমির দলিল হারিয়ে যায় কিংবা ছিঁড়ে যায় অথবা পুরনো হয়ে যায়।তাহলে এখন আপনি খুব সহজেই আপনার জমির দলিলকে ডাউনলোড করে নিতে পারবেন। জমির দলিল ডাউনলোড করার জন্য আপনার কাছে Deed Number থাকতে হবে হবে।কিন্তু আপনার কাছে যদি Deed Number না থাকে, তাহলেও আপনি অনলাইন থেকে Deed Number খুঁজে সেই নাম্বার দিয়ে দলিল ডাউনলোড করতে পারবেন।
জমির দলিল ডাউনলোড করার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না। এরজন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে, সেটা আপনার পেজের ওপর নির্ভর করবে। দেখুন কিভাবে জমির দলিল ডাউনলোড করবেন…

How To Download West Bengal Deed Number Online:-
জমির দলিল ডাউনলোড করুন অনলাইনে মোবাইলে


মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন : বর্তমান সময়ে যাদের জমি রয়েছে, তার প্রমাণও তা হিসেবে, ব্যবহার করতে হয় জমির দলিল।

কিন্তু আমাদের মধ্যে অনেকের জমি দখলে আছে দলিল নাই। কারণ অনেকের পিতা ও দাদার রেখে যাওয়া সম্পত্তি ভোগ দখল করা যাচ্ছে।
কিন্তু কোন কারণে জমি গুলো বিক্রি করার প্রয়োজন হলে, দলিল না থাকলে কিন্তু জমি বিক্রি করা সম্ভব হবে না।

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন
মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন
তাই আপনাদের যাদের জমির দলিল নেই, তারা চাইলে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করতে পারবেন।

আপনার হাতে যদি দলিল থাকে তাহলে আপনি মালিক হিসেবে নিশ্চয়তা পাবেন। কারণ আপনার জমি আছে, এটির প্রমাণ হচ্ছে দলিল।


তাই আপনাদের যাদের জমি রয়েছে, তাদের অবশ্যই জমির দলিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া জমির যদি কোন প্রকার সমস্যা দেখা দেয়। সে ক্ষেত্রে দলিল ব্যবহার করে, সমস্যার সমাধান করে নিতে পারবেন। আর আপনার কাছে যদি জমির দলিল না থাকে। সে ক্ষেত্রে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

জমি বন্ধকের অঙ্গিকার নামা (লেখার নমুনা)
চুক্তি করবেন যেভাবে
অনলাইনে জমির মালিকানা বের করার উপায় (বিস্তারিত)
এমনও হতে পারে, আপনার জমি গুলো অন্য কেউ মালিকানা দাবি করতে পারে। তাই চিন্তার কোন কারণ নেই আপনি যদি জমির মালিক হয়ে থাকেন। সে ক্ষেত্রে আপনার দলিল না থাকলেও, আপনারা সেটি পুনরুদ্ধার করতে পারবেন।

যাদের জমি আছে দলিল নেই, তারা চাইলে আমাদের লেখা আর্টিকেল শেষ পর্যন্ত অনুসরণ করে মোবাইলের মাধ্যমে, পুরাতন জমির দলিল সংগ্রহ করতে পারবেন।

আর বর্তমান সময়ে যারা নতুন জমির ক্রয় করেন, তাদের জমির দলিল বের হতে প্রায় তিন মাস হতে চার মাস পর্যন্ত সময় লাগে। তাই অনেকেই জমির পুরাতন দলিল গুলো সংগ্রহ করতে আগ্রহী থাকে।

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করুন
বর্তমানে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়, জমির মালিকদের জন্য এখনো কোনো অনলাইন সিস্টেম বের করেনি। যার মাধ্যমে জমির নতুন ও পুরাতন দলিল বের করা যাবে।

মানে, কম্পিউটার বা মোবাইলে, অনলাইন এর মাধ্যমে, জমির দলিল বের করার কোন সিস্টেম চালু নেই। কিন্তু জমির দলিল বিভিন্ন বিষয় তথ্য গুলো সংগ্রহ করা যায়।

জমি বন্ধকের অঙ্গিকার নামা (লেখার নমুনা)
দোকান ঘরের চুক্তিপত্র লেখার নিয়ম
জমির নকশা কোথায় পাওয়া যায়
তো চলুন আর দেরি না করে, জেনে নেয়া যাক। অনলাইন এর মাধ্যমে কিভাবে পুরাতন দলিল সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়া যায়।

মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করার নিয়ম
মোবাইল দিয়ে পুরাতন দলিল বের করতে চাইলে, আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার চালু করতে হবে। তারপর সেটিকে ডেস্কটপ ভার্সন করতে হবে।

তারপর গুগলে গিয়ে সার্চ করতে হবে, Wb registration. আপনারা টপিক লিখে সার্চ করলে যে, লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার পুরাতন দলিল বের করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে।

উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে, একটু নিচের দিকে গেলে, E-Services নামের একটি অপশন দেখতে পারবেন। উক্ত অপশন থেকে Searching of Deep অপশনে প্রবেশ করবেন।

অংশীদারি ব্যবসার চুক্তিপত্র
তারপর, Search of Registration Made অপশনে গেলে আরো অসংখ্য অপশন দেখানো হবে। সেখান থেকে প্রথম থাকা By Seller/ Buyer/ Party Name অপশনে ক্লিক করে দিতে হবে।

তারপর, সেখানে আপনার একটি পেজ দেখতে পারবেন। সেই পেজে আপনার ব্যক্তিগত কিছু তথ্য পূরণ করতে হবে যেমন-

Fast Name : এখানে আপনার নামের প্রথম অংশ টি লিখতে হবে।
Last Name : তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখতে হবে।
Year : কত সালে জমি রেজিস্ট্রেশন করা হয়েছে সেই বছর লিখতে হবে।
District Where Registration : আপনার জেলার নাম নির্বাচন করতে হবে।
Security Cod


প্রথমে আমরা দেখে নিচ্ছি কিভাবে Deed Number খুঁজবেনঃ-

১) প্রথমে আপনাকে e Registration এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Searching Of Deed অপশনে ক্লিক করুন।
৩) এরপর By Seller/Buyer/Party Name অপশনে ক্লিক করুন।
৪) এরপর নাম, জেলার নাম, কোন সালের জমির দলিল এর Deed Number খুঁজতে চান তা লিখে সার্চ করতেই সমস্ত নাম চলে আসবে। এরপর আপনার যেই নাম হয় তা খুঁজে সেই Deed Number লিখে রাখুন।
৫) এরপর e District এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।



৬) এখানে রেজিষ্ট্রেশন এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন,তারপর লগইন করুন।
৭) এরপর Certificate অপশন থেকে Certified Copy Registration Deed এ ক্লিক করে Apply করুন।
৮) এরপর জেলার নাম,Deed Number দিয়ে সার্চ করে দেখে নিন কতোটাকা আপনার পেমেন্ট করতে হবে।
৯) এরপর আবেদনকারীর নাম,ঠিকানা বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।
১০) এরপর Payment করতেই AIN Number ও স্লিপ পেয়ে যাবেন।
১১) এরপর সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সার্টিফিকেট অপশনে ক্লিক করে AIN Number বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিন, দলিলটি।