স্মার্ট টিভিতে কিভাবে IMO ব্যবহার করতে হয়

Published: 13 January 2020
on channel: Smart TechBD
41,301
387

এখন যুগাযোগের অন্যতম একটি মাধ্যম হচ্ছে imo. গ্রাম কিংবা শহর সব জায়গায় রয়েছে এর ব্যবহার । যাদের বাড়ির কেউ বাহিরের দেশে থাকে তাদের এই সফটওয়ারের ব্যবহার বেশি লক্ষ করা যায়। এই সফটওয়ারের ব্যবহার বেশি টিভিতে লক্ষ করা যায় তবে এখন বড় স্ক্রীন এ বা টিভিতে এর ব্যবহার লক্ষ করা যায়। imo ব্যবহার করার জন্য আপনাকে অবস্যয় Microphone সহ webcam ব্যবহার করতে হবে এবং USB Port এর camera ব্যবহার করতে হবে। camera Resolution যেন 720P এর বেশি না হয়। full HD camera support করবে না। আপনি চাইলে A4Tech, Longitech webcam গুলো ব্যবহার করতে পারেন। এই camera গুলো ভাল কাজ করে। কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন । command করে জানাতে পারেন আপনাদের সমস্যা গুলো।



আমার video গুলো যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে চ্যানেলটি Subscribe করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন টি ক্লিক করে পাশে থাকবেন।